খুলনা বটিয়াঘাটার ৩ ইউপি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন
খুলনা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলা গঙ্গারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন উপজেলা নির্বাচন অফিসার।
রাত পোহালেই সোমবার খুলনা বটিয়াঘাটা উপজেলার ৩ টি ইউনিয়নের ২৮ টি কেন্দ্রে সাড়ে ৪৪ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতি মধ্যে সকল প্রার্থীরা তাদের নির্বাচনী প্রচার- প্রচারণা শেষ করেছেন। এখন চলছে ঘরোয়া আলোচনা, তবে নৌকা প্রতিক ও আ’লীগ বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থী নিয়ে ভোটারা দ্বিধা দন্ডে ভুগছেন। শেষ পর্যন্ত কারা জয়ের মালা পরবেন সেটা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ। ৩ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্ডিতা করছেন ১৯ জন এবং সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বর পদে প্রতিদন্ডিতা করছেন ১৭০ জন। এলাকা বাসীদের ধারনা নবাগত ইউএনও মোঃ মমিনুর রহমান এর নেতৃত্বে ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। গতকাল রবিবার বেলা ১২ টার সময় বটিয়াঘাটা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক এনায়েত আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম শাহীন, সহ সভাপতি মোঃ আসাদুজ্জামান উজ্জ্বল, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজাউল করিম, সহ সম্পাদক শাহীন বিশ্বাস, সহ সম্পাদক সোহরাব হোসেন মুন্সি, সাংবাদিক অজিত রায় এর সঙ্গে মতবিনিময় কালে উপজেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার আব্দুস সাত্তার বলেন, ২৭ টি ওয়ার্ডে নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসান ভিডিবি নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হবে। আজ রবিবার সকল কেন্দ্র কেন্দ্র ভোটের সরঞ্জাম পৌছে যাবে। তিনি মোট প্রিজাইডিং অফিসার থাকবেন ২৮ জন, সহকারী প্রিজাইডিং অফিসার থাকবেন ১৩৫ জন পোলিং অফিসার থাকবেন ২৭০ জন এবং প্রতিটা কেন্দ্র আনছার, পুলিশ, বিজিবি এবং ম্যাজিষ্ট্রেট নিয়োজিত থাকবে। তবে সকালের সহযোগিতা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে বলে, আশা করছি।
Please follow and like us: