টিকার দাবিতে সোহরাওয়ার্দী হাসপাতালে প্রবাসীদের বিক্ষোভ
অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের টিকার দাবিতে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।
শনিবার সকাল ১০টায় টিকার দাবিতে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জড়ো হন প্রবাসীরা। এ সময় তারা হাসপাতালের সামনের সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ এসে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।
প্রবাসীরা জানান, মেসেজ পাওয়ার পর তারা টিকা নিতে এসেছেন। কিন্তু হাসপাতালে মডার্না ও ফাইজারের প্রথম ডোজ নেই।
তারা আরও জানান, অনেক টাকা খরচ করে টিকার জন্য তারা গ্রাম থেকে এসেছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এখনও টিকা না পাওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. মো. খলিলুর রহমান বলেন, আমাদের কাছে ফাইজার ও মডার্নার টিকা নেই। এখন সিনোফার্মের টিকা চলছে। আর শুধুমাত্র দ্বিতীয় ডোজের জন্য মডার্না আছে।
Please follow and like us: