কালিগঞ্জে আলোচিত চিকিৎসক দম্পতির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
আরাফাত আলী:
সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের সেই ভূয়া ডাক্তার দম্পতিকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালতে।এছাড়া এনালাইজার মেশিন ও প্যাড জব্দসহ ডাক্তার লেখা সাইনবোর্ড ভেঙে দিয়েছে উপজেলা নিবার্হী অফিসার ওভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে ভূয়া ডাক্তারের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।
ওই সময়ে রেজাউল তার ভুল স্বীকার করে বলেন, আর কখনও এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিবে না। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত ভূয়া ডাক্তার রেজাউলকে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল এবং তার স্ত্রী রীমা আক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন।
এছাড়া সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার প্রধান হাতিয়ার এনালাইজার মেশিন ও ডাক্তার লেখা প্যাড জব্দ করাসহ ডাক্তার লেখা সাইনবোর্ড ভেঙে দেয় ভ্রাম্যমাণ আদালত।
এরপর বেলা ২ টার দিকে উপজেলার ধলবাড়িয়া চৌমুহনি এলাকায় অবস্থিত আজিজীয় ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই ল্যাবে ৫ হাজার টাকা জরিমানা সহ ল্যাবের লাইসেন্স না থাকায় ল্যাব বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উল্লেখ্য, উপজেলার কৃষ্ণনগর এলাকার শামছুর তরফদারের ছেলে এসএসসিতে তিন বার পরীক্ষা দিয়ে পাশ করা রেজাউল করিব ও তার স্ত্রী রিমা আক্তার নামের আগে ডাক্তার শব্দ ব্যবহার করে প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছিলো মোটা অংকের টাকা।
এরপর ৩ সেপ্টেম্বর দৈনিক সাতক্ষীরায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর ভূয়া ডাক্তার রেজাউল বহাল তরিয়তে তার প্রতারণার মহাফাঁদে ফেলে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিতে থাকে মোটা অংকের টাকা।
সর্বশেষ বৃহস্পতিবার বেলা ১২ টার সময় উপজেলা নিবার্হী অফিসার ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদেরকে দেড় লক্ষ টাকা জরিমানা করে তাদেরকে।
Please follow and like us: