ভারতের সঙ্গে স্থলবন্দর খুলছে রোববার
নিউজ ডেস্ক:
ভারতের সঙ্গে প্রায় সব স্থলবন্দর আগামী ১৯ সেপ্টেম্বর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওইদিন রোববার মোট ১০টি স্থলবন্দর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কার্যক্রম শুরু করবে।
পর্যটক ছাড়া অন্য সবাই বন্দরগুলো দিয়ে প্রবেশ করতে পারবেন এবং বাংলাদেশে প্রবেশের জন্য কোনো ধরনের নো-অবজেকশন সার্টিফিকেট প্রয়োজন হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে সামস বলেন, দুই দেশের করোনা মহামারি পরিস্থিতি উন্নতির কারণে আমরা স্থলবন্দরগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আগে পাঁচটি বন্দর খোলা ছিল। রোববার থেকে আরো পাঁচটি বন্দর খুলে দেওয়া হবে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এ বছরের এপ্রিলের শেষের দিকে ভারতের সঙ্গে স্থল সীমান্ত বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার।
Please follow and like us: