পরীমনির রিমান্ড, হাইকোর্টে ক্ষমা চাইলেন দুই বিচারক
নিউজ ডেস্ক:
ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনিকে দ্বিতীয় ও তৃতীয় দফা রিমান্ড মঞ্জুর করায় হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন দুই বিচারক।
বুধবার হাইকোর্ট ক্ষমা প্রার্থনার আবেদন জানান বিচারিক আদালতের দুই হাকিম দেবব্রত বিশ্বাস ও আতিকুল ইসলাম।
এর আগে গ্রেফতার অবস্থায় পাঁচ দফায় আদালতে তোলা হয় পরীকে। তিন দফায় নেয়া হয় রিমান্ডে। সে সময় বারবার জামিনের আবেদন করেও জামিন পাননি পরীমনি।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমনির বাসা থেকে বিভিন্ন মাদক উদ্ধার করা হয়। পরদিন ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমনি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
ওই দিনই তাকে আদালতে তোলা হলে প্রথম দফায় চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেওয়া হয়। পরে আরো দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।
এরপর গত ৩১ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালত পরী মণিকে জামিন দেন। পরেরদিন তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত পান।