ছয় বছর পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
স্পোর্টস ডেস্ক:
আগামী অক্টোবরে টি-২০ বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান ক্রিকেট দল। ১৫ নভেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখার কথা পাকিস্তানের। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। ঐ সফরে টেস্ট ও টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিরিজের সূচি ও প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শুরুটা অবশ্য হবে টি-২০ দিয়ে। আগামী ১৯ নভেম্বর মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে হবে প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ২০ ও ২২ নভেম্বর হবে পরের ম্যাচ দুইটি।
২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় টেস্ট।
ছয় বছর পর দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-ট২০ ম্যাচ খেলেছিলো পাকিস্তান।
টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে হারলেও, ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছিলো বাংলাদেশ। একমাত্র টি-২০ও জিতেছিলো টাইগাররা।
পাকিস্তানের বাংলাদেশ সফরের সূচি
১৯ নভেম্বর : প্রথম টি-২০ (দিবারাত্রির), ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম
২০ নভেম্বর : দ্বিতীয় টি-২০ (দিবারাত্রির), ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম
২২ নভেম্বর : তৃতীয় টি-২০ (দিবারাত্রির), ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম
২৬-৩০ নভেম্বর : প্রথম টেস্ট, ভেন্যু-জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম
৪-৮ ডিসেম্বর : দ্বিতীয় টেস্ট, ভেন্যু- শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম।