দেবহাটা প্রেসক্লাবসহ ১০ প্রতিষ্ঠানে জেলা পরিষদের উন্নয়ন প্রকল্প
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবসহ উপজেলার ১০টি প্রতিষ্ঠানে উন্নয়ন প্রকল্প বরাদ্দ দিয়েছে জেলা পরিষদ। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামের প্রতিশ্রুতি বাস্তবায়নে বরাদ্দকৃত এসকল উন্নয়ণ প্রকল্পের ওয়ার্ক অর্ডার চিঠি মঙ্গলবার স্ব-স্ব প্রতিষ্ঠানের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করেন জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
দেবহাটা প্রেসক্লাবে বরাদ্দকৃত এক লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ওয়ার্ক অর্ডার গ্রহনকালে প্রেসক্লাব সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোমিনুর রহমান, অর্থ সম্পাদক কবির হোসেন, দপ্তর সম্পাদক আজিজুল হক, কার্যনির্বাহী সদস্য এসএম নাসির উদ্দীন, সাংবাদিক মিজানুর রহমান সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার চরবালিথায় কবরস্থানের প্রাচীর নির্মানের জন্য এক লক্ষ টাকা, রামনগরে নতুন মসজিদ নির্মানে এক লক্ষ টাকা, পারুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ সংষ্কারে এক লক্ষ টাকা, আমিনিয়া দাখিল মাদ্রাসার উন্নয়নে এক লক্ষ টাকা, কোমরপুর নজনতলা হাফিজিয়া মাদরাসার প্রাচীর নির্মানে এক লক্ষ টাকা, পারুলিয়া চৌধুরীবাড়ি জামে মসজিদের অজুখানার ছাদ নির্মানে এক লক্ষ টাকা, শাখরা বায়তুল মামুর জামে মসজিদের সীমান প্রাচীর নির্মানে এক লক্ষ টাকা এবং তিলকুড়া হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার উন্নয়নে এক লক্ষ টাকা মিলিয়ে দশটি প্রতিষ্ঠানে বরাদ্দকৃত মোট দশ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পের ওয়ার্ক অর্ডার চিঠি হস্তান্তর করেন তিনি।