পাটকেলঘাটায় মৃত্যুর কাছে হেরে গেল শিশুকন্যার প্রাণ
নিজস্ব প্রতিনিধিঃ
বয়সটা শিশুর, বাসা বেধেছিল মরন ব্যাধি ক্যাস্নারের। যে বয়সে খেলা ধুলা আর বাবা মার অতি আদরে বেড়ে ওঠার কথা অথচ সেখানে স্বজনদের দুঃ খের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যেত হল তাকে পর পারে। হয়তবা বা নিয়তির এটাই বিধান। এতক্ষনে বলছিলাম পাটকেলঘাটা থানার খলিষখালী গ্রামের শেখর রায়ের মেয়ে সঞ্চারী রায়ের(২) কথা। স্থানীয় বাসিন্দা নারায়ন হোড় ও ইউপি সদস্য উত্তম দে জানায় , গত কয়েক মাস ধরে জটিল অসুখে ভুগছিল ছোট সোনামনি সঞ্চারি। ডাক্তারের ভাস্যমতে রক্তে হিমোগ্লোবিন কমে গেছিল তার। সবশেষে চিকিৎসক বলে দিল হয়তবা ক্যাস্নারের লক্ষন। গত ১৫দিন আগে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় রাজধানীর পিজি হাসপাতালে।
সোমবার (১৩সেপ্টম্বর) সকাল ৮.৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্তায় মৃত্যু হয় তার।
শিশুকন্যার এই অকাল মৃত্যুতে গোটা এলাকায় ও পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ইউপি চেয়ারম্যান মোজাফফর রহমান, সহ স্থানীয় শিক্ষকবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষীরা।
খলিষখালী ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য উত্তম কুমার দে ফেসবুক স্টাট্যাসের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন
Please follow and like us: