সাবেক আফগান ভাইস প্রেসিডেন্টের ভাইকে হত্যা করলো তালেবান
আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ’র ভাই রোহুল্লাহ আজিজিকে হত্যা করেছে তালেবান গোষ্ঠী। যিনি পঞ্জশির উপত্যকায় তালেবানবিরোধী শক্তির অন্যতম নেতা ছিলেন। হত্যার পর তার দাফনও করতে দিচ্ছে না তালেবান, এমন অভিযোগ করেছেন আজিজির পরিবার।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) রোহুল্লাহ আজিজির ভাতিজা তালেবানের হাতে তার চাচার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) তাকে হত্যা করা হয়।
রয়টার্সকে পাঠানো এক বার্তায় এবাদুল্লাহ সালেহ বলেন, তালেবানরা আমার চাচাকে হত্যা করেছে। গতকাল তারা তাকে মেরে ফেলে। তারা তাকে দাফন করতেও দিচ্ছে না। তার লাশ পচুক, এমনটাই বলে যাচ্ছে তারা।
এদিকে তালেবানের তথ্য সেবা কেন্দ্র আলেমারাহর উর্দু ভাষার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে, পঞ্জশির যুদ্ধে মারা পড়েছেন রোহুল্লাহ।
তালেবানরা পঞ্জশির দখলে নিলে সেখান থেকে পালানোর সময় রোহুল্লাহ তালেবান যোদ্ধাদের হাতে আটক হন। পরে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম টোলো নিউজের এক সংবাদকর্মী।
রোহুল্লাহর ভাই ক্ষমতাচ্যুত আফগান সরকারের গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির সাবেক প্রধান আমরুল্লাহ সালেহকে এখন কোথায় আছেন, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
সোমবার (৬ আগস্ট) সকালে পাঞ্জশিরকে নিজেদের অঞ্চল হিসেবে দাবি করে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে বলেন, এই বিজয়ের মাধ্যমে আমাদের দেশকে পুরোপুরি যুদ্ধের জলাভূমি থেকে বের করে আনা হয়েছে।
কিন্তু পাঞ্জশির ‘সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে’ নেওয়া হয়েছে- তালেবানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) যোদ্ধারা।