খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
Post Views:
৪৮০
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকা থেকে ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী ১) মিলন খাঁ(২৮), -মোঃ আবুল খা, সাং-রায়পাড়া, থানা-খুলনা; ২) মোঃ বেল্লাল(২৬), পিতা-জামাল, সাং-আইচগাতি, থানা-রূপসা, জেলা-খুলনা; ৩) মোঃ সুমন(৩৬), পিতা-ইনসাব আলী, সাং-মহেশ্বরপাশা মাইলপোষ্ট, থানা-দৌলতপুর এবং ৪) মোঃ শফিকুল ইসলাম ওরফে তুফান(৩৮), পিতা-মৃত: আব্দুল, সাং-মানিকতলা, থানা-দৌলতপুর, খুলনা মহানগরীদের কে মহানগরীর খুলনা ও দৌলতপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।
অভিযানে উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৪০০ গ্রাম গাঁজা আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩ টি মাদক মামপলা রুজু করা হয়েছে।