শ্যামনগরে কৈখালীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধ গ্রেফতার
আশিকুজ্জামান লিমন:
শ্যামনগর উপজেলার কৈখালী গ্রামে ৬ বছরের শিশুকন্যাকে ধর্ষণের চেষ্টায় বৃদ্ধা গ্রেফতার । এ ঘটনায় থানায় মামলা করে শিশুর পরিবার । ঘটনাসূত্রে জানা গেছে যে, ৬ ই সেপ্টেম্বর ২০২১ তারিখ সকালে ছদ্মনাম (ময়না) বাড়ি থেকে আমার আত্নীয় মর্জিনা খাতুনের বাড়িতে যাওয়ার সময় মৃত মান্দার কারিগরের পুত্র রিয়াজুল (৬০) এর বাড়ির সামনে পৌঁছালে রিয়াজুল ছদ্মনাম (ময়না)কে ডেকে তার বাড়ির পুকুর পাড়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে । ছদ্মনাম (ময়না)র উপযুক্ত বয়স না হওয়ায় ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে বিভিন্ন ভাবে বুঝিয়ে বাড়িতে পাঠিয়ে দেয় ।
ঘটনার পর দিন সোমবার সন্ধ্যা ৭ টার সময় ছদ্মনাম (ময়না) শরীর ফুলে যায় এবং প্রস্রাবের যন্ত্রণায় তার মাকে বলে ৷ তখন ছদ্মনাম (ময়না)র মা কারণ জানতে চাইলে বলে যে , নাইমের দাদু অর্থাৎ উল্লেখিত আসামি তার শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করে । তখন তার মা মেয়ের বিষয়টি শুনে ওই দিন সন্ধ্যা সময় রিয়াজুলের কাছে এ রূপ আচরণে প্রতিবাদ করায় তার মাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ সহ মারধর করতে উদ্যত হয় ।
ছদ্মনাম (ময়না)র মা মাছুরা জানান, এর আগেও রিয়াজুল ছদ্মনাম (ময়না)কে ধর্ষণের চেষ্টা করেছিল । মান সম্মানের দিকে তাকিয়ে কাউকে কিছু বলেনি ।
আসামি দিন দিন যে ধরনের ঘটনা ঘটাচ্ছে এতে আমার নাবালক সন্তানের জীবনের ক্ষতি করতে পারে ।
চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, বিষয়টি শুনে রিয়াজুলকে জিজ্ঞেস করলেও সে স্বীকার করেনি ৷
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ভিকটিমের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে ৷