খুলনা বটিয়াঘাটা কাজিবাছা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
খুলনা প্রতিনিধি-
উপজেলার জলমা গ্রামের পুরাতন ফেরিঘাট সংলগ্ন প্রফেসর শশাঙ্ক কুমার মল্লিক এর বাড়ির দক্ষিণ পাশের কাজীবাছা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর ২০২১) অজ্ঞাতনামা একটি লাশ ভোর সাড়ে ৫ টার সময় পাওয়া যায়। স্থানীয় লোকজন ভোরে লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে খোঁজখবর নিলে লাশটির পরিচয় পাওয়া গেছে। সে খুলনা জেলার কয়রা থানার ফতেকাঠি গ্রামের সবর আলী শেখের পুত্র ফারুক শেখ (২৫)। মৃত্যের মাতা ফাতেমা বেগম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাসটি সনাক্ত করেন। অনুসন্ধানে জানা যায়, মৃত ফারুক খুলনা শহরের ১নং কাস্টম ঘাটে লাবীব এন্টারপ্রাইজে ঠেলা গাড়ি চালানোর কাজ করতো এবং সে ঐখানেই থাকতো।
গত ইং ০৬/৯/২০২১ তারিখ বিকাল অনুমান ৫টার দিকে কাস্টম ঘাট লাবীব এন্টারপ্রাইজের পাশে ভৈরব নদীতে গোসল করতে গিয়ে নদীতে অতিরিক্ত স্রোতের টানে পানিতে ডুবে যায়। সে সাতার জানতো না বলে এলাকাবাসীরা জানান। এবিষয় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
Please follow and like us: