কলারোয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি :
কলারোয়ায় বিদ্যুতস্পৃষ্টে সিরাজুল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা দেয়াড়া গ্রামের মাছিনগর মাঠপাড়া এলাকায় এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।
সিরাজুল ইসলাম একই এলাকার মৃত. সৌরতুল্লার গাজীর বড় ছেলে।
প্রতিবেশিরা জানান, সিরাজুল বাড়ির সামনে পানি মোটরের সুইচ চাপ দিলে বিদ্যুত তাড়িত হয়ে ঘটনাস্থালেই মারা যান।
পার্শ্ববর্তী খোরদো পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রইজউদ্দীন জানান, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিদ্যুতস্পৃষ্টে হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জেনেছেন।’
Please follow and like us: