শ্যামনগরে মৎস্যজীবিদের মাঝে আর্থিক সাহায্য প্রদান
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরে বেসরকারী উন্নয়ন সংস্থা এসডিএফ এর উদ্যোগে এবং উপজেলা মৎস্য অফিসের ব্যবস্থাপনায় গতকাল ৬ সেপ্টেস্বর ২০২১ সকাল ১০টায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের হলরুমে শ্যামনগর ক্লাস্টারাধীন পাঁচটি মৎস্যজীবী গ্রাম সমিতিতে যথাক্রমে ধানখালী, কলবাড়ী ব্র্যাক, পশ্চিম সিংহরতলী, পূর্ব সিংহরতলী, মথুরাপুর এ ৩২ জন অসহায়-সম্বলহীন মৎস্যজীবীদের মধ্যে জন প্রতি ১০ হাজার করে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা এককালীন অনুদান প্রদান করা হয়।
এর সঙ্গেই শ্যামনগর ক্লাস্টারাধীন ১০টি মৎস্যজীবী গ্রাম সমিতির মোট ৬৪ জন অসহায়-সম্বলহীন মৎস্যজীবীর মধ্যে মোট ৬ লক্ষ ৪০ হাজার টাকা এককালীন অনুদান বিতরণ সম্পন্ন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, মেরিন ফিশারিজ অফিসার মোঃ তরিকুল ইসলাম, এসডিএফ ঢাকা অফিসের এএমটি স্পেশালিষ্ট মোঃ নুরুল হুদা চৌধুরী,
এসডিএফ ঢাকা অফিসের যুব ও কর্মসংস্থান স্পেশালিষ্ট মোঃ ইব্রাহিম আলম, আঞ্চলিক কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) মোঃ মতিউর রহমান, আঞ্চলিক কর্মকর্তা (এল এইচ) মোঃ কামরুল হাসান, উপজেলা জাতীয় মৎস্যজীবী কমিটির সভাপতি মধুজিৎ রফতান, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আকবর আলী জোয়ারদার,
মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য উৎপল পাড়, অগ্রণী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার জনাব ধর্মদাস সরকার, শ্যামনগর ক্লাস্টার অফিসের ক্লাস্টার অফিসার মোঃ হারুন অর রশিদ, ক্লাস্টার ফ্যাসিলিটেটরবৃন্দ ও উক্ত ৫টি মৎস্যজীবি গ্রাম সমিতির সভাপতিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উপকারভোগী কৃষ্ণপদ ও সোনামনি অর্থগ্রহণকালে কান্না জড়িত কন্ঠে বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর এ অর্থ আমার দূসময়ে মৎস্য চাষে খুবই কাজে আসবে। আমরা চিরদিন এসডিএফ এর নিকট কৃতজ্ঞ থাকব। আগত অতিথিগণ এসডিএফ কর্তৃপক্ষকে তাদের এ সহযোগিতা অব্যহত রাখার অনুরোধ ও ধন্যবাদ জানায়।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এসসিএমএফপি, কম্পোনেন্ট-৩ ঢাকা অফিসের এএমটি স্পেশালিস্ট মো: নুরুল হুদা চৌধুরী সহ প্রমুখরা। প্রেসবিজ্ঞপ্তি