জামায়াতের সেক্রেটারি জেনারেলসহ ১০ জন আটক
নিউজ ডেস্ক:
রাষ্ট্রবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১০ নেতাকে আটক করা হয়েছে। এর মধ্যে সাতজন দলটির শীর্ষস্থানীয় নেতা।
সোমবার রাজধানীর গুলশানের বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আজাদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য আবদুর রব, ইজ্জত উল্লাহ, মোবারক হোসাইন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ইয়াসিন আরাফাত ও জামায়াতের অফিসের তিনজন কর্মচারী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের ডিসি মো. আসাদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানায়, সোমবার গুলশানে একটি গোপন বৈঠকে মিলিত হন জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে গুলশান থানা পুলিশ।
ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল হক জানান, আটক জামায়াত নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।