খুলনার ডুমুরিয়া ও বটিয়াঘাটায় সাপের দংশনে ২ জনের মৃত্যু
আব্দুর রশিদ বাচ্চু, খুলনাঃ
ডুমুরিয়ার মাগুরাঘোনার ঘোষ বাড়ির এক কৃষকের সর্প দংশনে মূত্যু হয়েছে।
শনিবার রাত আনুমানিক ১০টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। সে উপজেলার মাগুরাঘোনা গ্রামের মৃত দিলীপ ঘোষের পুত্র গনেশ ঘোষ (৩৫)।
স্হানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে গনেশ ঘোষ বাড়ির পাশে দাঁড়িয়ে মোবাইলে কথা বলতেছিল । এসময় একটি সাপ তাকে কামড় দেয়।
দ্রুত তাকে ওঝার কাছে নিয়ে আসলে তার অবস্থার খারাপ দেখে তাকে উন্নত চিকিৎসার খুলনা নিয়ে যাওয়ার পথে পথিমধ্যে মৃত্যু বরণ করে।
অপর দিকে খুলনা বটিয়াঘাটায় সাপের দংশনে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৫ টার সময় নিজ বাড়িতে সীমন্ত সাহা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর করুণ মৃত্যু হয়।
সে বটিয়াঘাটা হাটবাটি গ্রামের জুতা ব্যবসায়ী বিজয় সাহার একমাত্র ছেলে। সীমন্ত হঠাৎ মৃত্যুর খবর শুনে তার সহপাঠীরা তাকে শেষ বিদায় জানানোর ছুটে আসে। অন্য দিকে তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্প্রতি এই বর্ষা মৌসুমে বিভিন্ন নদ নদী থেকে উঠে আসা বিষধর সাপের উপদ্রব ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। সে কারণেই অকালে প্রান গেলো কলেজ পড়ুয়া ছাত্রের।