কেশবপুরে শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ তৈরী বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ উদ্বোধন
এস আর সাঈদ, কেশবপুর :
যশোরের কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে ও শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে বেনবেইস আই.ই.আই.এম.এস প্রকল্পের আওতায় সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ও ডাটাবেজ তৈরী এবং ইউ.আই.ডি. নম্বর প্রদান বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ রবিবার সকালে উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও একাডেমীক সুপারভাইজার তোরাবুল ইসলামের পরিচালনায় কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে প্রধান অতিথি হিসাবে দুইদিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষাণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। দুই দিনের প্রশিক্ষণে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন প্রধান শিক্ষক ও ৩০ জন কম্পিউটার শিক্ষক অংশ নিচ্ছেন।
Please follow and like us: