আশাশুনিতে মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার কাপসন্ডা সার্বজনীন জগদ্ধাত্রী মন্দিরের তালা ভেঙ্গে চুরি যাওয়া ঠাকুরের দুটি মূর্তি উদ্ধার ও দোষীদের শাস্তির দাবিতে অনশন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মন্দির চত্বরে এ অনশন কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সাতক্ষীরা জেলার সভাপতি করুণা কান্ত ব্যানার্জীর সভাপতিত্বে অনশন চলাকালে বক্তব্য রাখেন, উপদেষ্টা সুরেন্দ্র নাথ ব্যানার্জী, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ ব্যানার্জী, আশাশুনি উপজেলার সভাপতি প্রদীপ চক্রবর্তী, অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরপদ সানা, কাঠামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রবিন্দ্র নাথ সানা, মনিক চক্রবর্তী, সজল মুখার্জী, তারক ব্যানার্জী, মাখন লাল ব্যানার্জী, গৌর ব্যানার্জী প্রমূখ।
অনশন কর্মসূচিতে বক্তারা মূর্র্তি দুটি উদ্ধার ও মূল পরিকল্পনাকারীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানিয়ে বলেন, এক শ্রেণির মানুষ আইন শৃংঙ্খলা বাহিনীর নজর ভিন্ন দিকে নিয়ে প্রকৃত দোষিদের আড়াল করার চেষ্টা করছে। তাদের প্রতি সকলকে সজাগ থাকার জন্য আহবান জানান বক্তরা।