আশাশুনিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে ৫০৪ কেজি মাছের অবমুক্তকরণ
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে বিভিন্ন ইউনিয়নে ৫০৪.৩৫ কেজি সাদা মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। বুধবার (১ সপ্টেম্বর) সকাল ১০.৩০ টায় উপজেলা পরিষদ পুকুরে ২৫ কেজি মাছের পোনা অবমুক্তিকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা মৎস্য দপ্তর আশাশুনির ব্যবস্থাপনায় ২০২১-২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫টি প্লাবন ভ‚মি, বর্ষা প্লাবিত ধানক্ষেত ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনামাছ অবমুক্ত করণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খাঁন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা নাজমুল হুদা, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান, আরডিও বিশ্বজিৎ ঘোষ, সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিভিন্ন ইউনিয়নে পরিবহনের মাধ্যমে মাছের পোনা নিয়ে অবমুক্তকরণ করা হয়।