শ্যামনগরে ট্রাফিক ইন্সপেক্টরের অভিযানে অর্ধশতাধিক অবৈধ মোটরযান আটক
শ্যামনগর প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর নির্দেশনায় শ্যামনগরে কাগজপত্র বিহীন অবৈধ মোটরযানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা হইতে কয়েক ঘন্টা ব্যাপী উপজেলা সদরে অভিযান পরিচালনা করেন, সাতক্ষীরা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মোঃ সাহাবুদ্দীন। এসময় কাগজপত্র বিহীন ৪০টি মোটর সাইকেল, ২টি প্রাইভেটকার, ১টি মহেন্দ্র, ১টি মাইক্রো ও ৩টি পিকাপ জব্দ করে আভিযানিক দল।
জানাযায়, এধরনের অবৈধ মোটরযান অদ্যবধি কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই সড়কে দীর্ঘদিন চলাচল করে আসছে। এতে সরকার প্রচুর পরিমান রাজস্ব হতে বঞ্চিত হচ্ছে। অন্যদিকে এধরনের অবৈধযান সমাজবিরোধী বিভিন্ন কর্মকান্ডে অবাধে জড়িয়ে পড়ছে। সুশীল সমাজ এধরনের অভিযান অব্যহত রাখার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহব্বান জানিয়েছেন ।