নিউজিল্যান্ড সিরিজে আম্পায়ার থাকছেন যারা
স্পোর্টস ডেস্ক :
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের জন্য ম্যাচ অফিশিয়ালের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ শুরু হবে বিকেল ৪টায়।
সোমবার বিসিবি জানায়, বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকবেন বাংলাদেশের চারজন আম্পায়ার। ম্যাচ রেফারির ভূমিকায় থাকবেন বাংলাদেশের নিয়ামুর রশিদ রাহুল।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্রিকেটীয় নিয়মে বেশকিছু পরিবর্তন এনেছে আইসিসি। যেখানে বলা আছে, ঘরের মাঠে সিরিজগুলোতে দেশি আম্পায়ারের অধীনেই খেলতে পারবে স্বাগতিক দলগুলো।
দুই দলের মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ১ সেপ্টেম্বর। বাকিগুলো ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর।
আগামী ১ সেপ্টেম্বর প্রথম টি-২০তে ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। এই ম্যাচে টিভি আম্পারের দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ বা রিজার্ভ আম্পায়ার তানভীর আহমেদ।
৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-২০তে মাঠের দায়িত্ব পড়েছে মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদের। এ ম্যাচের টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
৫ সেপ্টেম্বর সিরিজের তৃতীয় টি-২০। এ ম্যাচে টেলিভিশন রিপ্লে দেখবেন তানভীর আহমেদ। মাঠের দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
চতুর্থ ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও গাজী সোহেল। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ।
১০ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাঠের দায়িত্ব পড়েছে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভীর আহমেদের। টিভি আম্পায়ার গাজী সোহেল, চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান মুকুল।