খাজরায় আওয়ামীলীগ নেতা রমজানের দাফন সম্পন্ন
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা রমজান আলীর পিতা সুন্দর আলী মোড়ল (১০০) ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। মঙ্গলবার (৩১ আগষ্ট) মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।
সমাজ সেবক সুন্দর আলি মোড়ল বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৩১ আগষ্ট) দুপুর ১২.৩০ টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃতকালে তিনি ৫ কন্যা এবং দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। এদিন বাদ আছর মরহুমের বাসভবনের পাশের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
ইমামতি করেন মাওঃ মুনছুর আলি। নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযা নামাযে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাজিম উদ্দিন, আমজাদ আলী, মাওলানা বক্স, আব্দুল মতিন, মহিউদ্দিন, আঃ ছাত্তার, সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস মোল্যা, চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম, ইউপি সদস্য আনারুল ইসলাম, হাজী ইসমাইল হোসেনসহ বহু মানুষ জানাজা নামাজ অংশগ্রহণ করেন।