এবার পদ্মা সেতুর স্প্যানে ফেরির ধাক্কা
নিউজ ডেস্ক:
এবার পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর খুঁটির মাঝখানের স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের ধাক্কা লেগেছে। এতে ফেরির মাস্তুল ভেঙে গেছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে ২ ও ৩ নম্বর পিলারের মাঝের স্প্যানে আঘাত হানে। তবে সেতুর কোনো ক্ষয়ক্ষতি এবং কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি।
গত ৯ আগস্ট পদ্মা সেতুর পিলারে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামে রো রো ফেরির ধাক্কা দেয়। মাদারীপুরের বাংলাবাজার ঘাট থেকে একটি ফেরির মুন্সিগঞ্জের শিমুলিয়া যাওয়ার সময় ওই ধাক্কার ঘটনা ঘটে। এতে ১০ থেকে ১২ জন যাত্রী আহত ও ফেরি ক্ষতিগ্রস্ত হয়। তবে সেতুর পিলারের ক্ষয়ক্ষতির কোনো তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন সেতুটির ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহ জালাল’ নামের একটি রো রো ফেরির ধাক্কা লাগে। এতে ফেরিটির অন্তত ৩৫ যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।