আশাশুনির ৪টি বিদ্যালয় শিক্ষামূলক পরিদর্শন
জি এম মুজিবুর রহমান:
আশাশুনি উপজেলার ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা সচেতনতা মূলক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে বিদ্যালয়গুলো পরিদর্শন করেন উপজেলা শিক্ষা বিভাগের কর্মকর্তাবৃন্দ।
উপজেলার সরাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাউচাষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বদরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউআরসি ইন্সট্রাক্টর শেখ ঈদান উদ্দিন। এসময় সরাপপুর সপ্রা বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ওয়ার্কশীট বিতরণে সহযোগিতা করা হয়। বদরতলা সপ্রাবি ৫১৫ জন (সকল) শিক্ষার্থীর জন্য একটি করে ফাইল করা হয়েছে যা প্রশংসনীয় উদ্যোগ।
অন্যদিকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার ইদ্রিস আলি মিত্র তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শনকালে স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা, স্কুল খোলার প্রস্তুতি, গুগল মিটে পাঠদান কার্যক্রম, করোনাকালীন শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ, ওয়ার্কশীট বিতরণ, মূল্যায়ন ও বিদ্যালয়ের উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।