বেনাপোলে দুই কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক।
আঃজলিল, শার্শা :
দুই কেজি ভারতীয় গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে বেনাপোল পোর্ট থানা পুলিশ আটক করেছে ।
আজ সোমবার (৩০ অগাস্ট )বেনাপোল পোর্ট থানাধীন পোড়াবাড়ী এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটক মাদক বিক্রেতারা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন মানকিয়া গ্রামের মুছা মল্লিকের ছেলে মো. সদর আলী ও রঘুনাথপুর গ্রামের মৃত আখের মোড়লের ছেলে সাইফুল ইসলাম।
এবিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান জানান, আটক আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে সকালে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
Please follow and like us: