সাতক্ষীরায় সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবসায়িক মতবিনিময় সভা
শহর প্রতিনিধি:
সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিসে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ব্যাংকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার’স অফিস, খুলনার জেনারেল ম্যানেজার (ইনচার্জ) মোঃ শফিকুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার ইন্দ্রজিৎ দাস, প্রিন্সিপাল অফিস সাতক্ষীরার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান, এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনোরঞ্জন বিশ^াস, সোনালী ব্যাংক লিমিটেড, সাতক্ষীরা অ লের ১৭ জন শাখা ব্যবস্থাপকসহ প্রিন্সিপাল সাতক্ষীরার অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দ।
সভায় শোকবহ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরাবতা পালন করা হয়। এছাড়া শাখা ব্যবস্থাপকদের সাথে ব্যবসায়িক বিভিন্ন সূচকে টার্গেট অর্জনে অগ্রগতি এবং বছরের শেষ চার মাসের করনীয় সম্বন্ধে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ন দিক নির্দেশনা দেয়া হয়।
২৯.০৮.২০২১