শ্যামনগরে শরুব ইয়ুথ টিমের ডেঙ্গুর সচেতনতা কার্যক্রম
নিজস্ব প্রতিনিধি :
তিন দিনে একদিন, জমা পানি ফেলে দিন- এই প্রতিপাদ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে স্থানীয় যুব স্বেচ্ছাসেবী সংগঠন ‘শরুব ইয়ুথ টিম’ রমজাননগর ইউনিটের উদ্যোগে ডেঙ্গু সচেতনতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
(২৯ আগস্ট) রবিবার রমজাননগর ইউনিয়ন পরিষদ চত্বরে বেলা ১১টায় ডেঙ্গু সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ চত্বরে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমে উপস্থিত ছিলেন রমজাননগর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শেখ আল-মামুন, ইউপি সদস্য আব্দুল মাজেদ, মহিলা ইউপি সদস্য তাসনিমা ইয়াসমিন, রমজাননগর ইউনিয়নের টিম লিডার আবু মূসা, তৌফিক,জুলকার নাঈম, জুবায়ের হোসেন আবিরসহ প্রমুখ।
রমজাননগর ইউপি চেয়ারম্যান বলেন, তরুণদের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয় ও দৃষ্টান্তমূলক তারা পারবে দেশকে এগিয়ে নিতে। শরুব ইয়ুথ টিমের পরিচালক এস এম জান্নাতু্ল নাঈম বলেন করোনা ভাইরাসের পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়া উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনা মোতাবেক শ্যামনগর উপজেলা কে ডেঙ্গু মুক্ত করণে আমরা আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত ১২টি ইউনিয়নে এ কর্মসূচী চলমান রেখেছি।