শ্যামনগরে ভারতে পাচারকালে ৭ জন কে আটক করেছে বিজিবি
শ্যামনগর প্রতিনিধি:
বেশি বেতনে কাজের প্রলোভন দেখিয়ে ভারতে পাচারকালে নারী পুরুষসহ ৭ জনকে আটক করেছে উত্তর কৈখালী বিওপি বিজিবি সদস্যরা। রোববার ভোর ৫ টার দিকে উত্তর কৈখালী বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো: জাকির হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী শাপখালী গ্রামে নজরুল ইসলামের বাড়ি হতে তাদের আটক করে।
এ সময়ে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পাচারকারী নজরুল ইসলাম দ্রুত বাড়ি থেকে পালিয়ে যায়।
আটককৃতরা হলো বাগেরহাট জেলার শরণখোলা থানার পূর্বখাজা গ্রামের আলকাফ হাওলাদারের ছেলে ইমাদুল হক ও তার স্ত্রী শাহানাজ বেগম, ইমদাদুল হকের পুত্র সাব্বির হোসেন, সাহাদাৎ হোসেন রিয়াজুল হাওলাদারের স্ত্রী মারুফা বেগম ,বাগেরহাট জেলার শরণখোলার পূর্বখাদার ইমদাদুল হকের পুত্র সাব্বির হোসেন, সাহাদাৎ হোসেনএবং একই থানার গুলবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে হাসান গাজী ও তার স্ত্রী শারমিন বেগম।
এ বিষয়ে ১৭, বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার মোহাম্মদ কাবুল হোসেন বলেন, মানব পাচারের খবর গোপনে জানতে পেরে পূর্ব পরিকল্পিত ভাবে ঘটনাস্থলে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা নারী পুরুষসহ ৫ ব্যক্তিকে আটক করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। পাচারকারী নজরুল ইসলামকে গ্রেফতারের চেষ্টা চলছে।
শ্যামনগর থানার ওসি (তদন্ত) মো: শহিদুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। আসামীদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়েছে।