শ্যামনগরে জমিজায়গা বিরোধের জের ধরে সংঘর্ষে আহত -২
শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামে জমি জায়গা নিয়ে বিরোধীতার জের ধরে ২৮শে আগস্ট শনিবার আনুমানিক বিকাল ৬ টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে ।
এ ঘটনায় মারাত্মক জখম হয়ে শ্যামনগর হাসপাতালে ভর্তি রয়েছেন চিংড়াখালী গ্রামের প্রভাষ বিশ্বাসের স্ত্রী সবিতা বিশ্বাস ও তার পুত্র উত্তম বিশ্বাস । এ বিষয়ে শ্যামনগর থানায় একটি এজাহার দিয়েছেন প্রভাষ ৷ এজাহারে উল্লেখিত ঘটনার বিবরণে বলা হয়েছে যে, প্রভাসের সাথে সুভাষ ও সুদর্শনের বসতভিটার সীমানা নিয়ে ঝামেলা চলছিল তাই এর সমাধানের জন্য মেম্বার আইয়ুব আলী ও ভূমি জরিপের আমিন বৈদ্যনাথ মন্ডল থেকে সীমানা নির্ধারণ করে দেয়।
কিন্তু কিছুক্ষণ পরে মেম্বার চলে গেলে একই গ্রামের ভূমি দখলকারী লাঠিয়াল বাহিনীর সালাম সরদার, সিরাজুল ইসলাম, গোলাম গাজী সহ কয়েক জনকে নিয়ে সুভাষ ও সুদর্শন দেশিয় অস্ত্র দারা প্রভাষের বাড়িতে হামলা চালায় এবং প্রভাষের পুত্রকে মারতে থাকে তখন প্রভাষেন স্ত্রী সবিতা বাধাদিতে গেলে সবিতাকেও বেধড়ক মারপিট করে বিবস্ত্র করে ফেলে। এবং সোনা দানা নিয়ে চলে যায়।
মেম্বর আইয়ুব আলী বলেন, ঘটনার সত্যতা শিকার করেন ৷
অন্যদিকে শ্যামনগর থানার এসআই আবু বক্কার ঘটনার সত্যতা শিকার করে বলেন, ঘটনা শুনেছি ওরা অভিযোগ দিয়েছে, আমি তদন্তে আছি, তদন্ত শেষ হলে সব বলতে পারবো ।
Please follow and like us: