জেলা স্বেচ্ছাসেবক-লীগের আয়োজনে গ্রেনেড হামলায় শহিদের প্রতি স্মরণ সভা
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহিদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৭ টায় সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক-লীগের অস্থায়ী কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটি উপ প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক ওহিদুল ইসলাম খান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও পরিসংখ্যান বিষয়ক সম্পাদক ডাক্তার সুব্রত কুমার ঘোষ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট সাইফুজ্জামান জিকো, সাংগঠনিক সম্পাদক অহেউজ্জামান টিটু, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আনিসুর রহমান তাজু,আশাশুনি উপজেলা সভাপতি এসএম সাহেব আলী, তালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আনোয়ার হোসেন,দেবহাটা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুল আলম খোকন, সাতক্ষীরা জেলা তাঁতী লীগের সভাপতি কাজী মারুফ,জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ নিয়াজ মাহমুদ বিমান, তুহিন,নাইম,জীবন,রানা প্রমুখ নেতৃবৃন্দ।
সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রফিকুল ইসলাম।