কলারোয়ার কাজীরহাট গার্লস হাইস্কুলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
কামরুল হাসান।।
কলারোয়ার কাজীরহাট গার্লস হাইস্কুলের নবগঠিত কমিটির উদ্যোগে স্কুলের সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব আব্দুল হামিদ সরদারের দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে কাজীরহাট গার্লস হাইস্কুলের নবগঠিত এডহক কমিটির সভাপতি সরদার আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক
মো. শামছুল হক, ম্যানিজিং কমিটির সদস্য মো. আজগর আলী, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম রবি মল্লিক রবি, ৮ নং কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান(ভারপ্রাপ্ত )আব্দুর রশিদ, কে কে ই পি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল আলম সোহাগ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ইউ’পি সদস্য মো. জিয়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছাত্তার, ৮নং কেরালকাতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মজিবর রহমান প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আলী হোসেন, ইসমাইল হোসেন, শিমুল হোসেন, মেহেদী হাসান মিলন, আনারুল ইসলাম, লাল্টু, হাকিম, আলমগীর হোসেন, মো.শাহারিয়ার কবির হৃদয়সহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।