এবার নুসরাতের ছেলের নাম প্রকাশ্যে আনলেন যশ
বিনোদন ডেস্ক :
নুসরাত জাহান মা হয়েছেন, তবে তার পুত্রসন্তানের এখনও কোনো ছবি প্রকাশ্যে আসেনি। ভক্তদের কৌতূহল ছেলের নাম নিয়েও। ছেলের কী নাম রাখলেন নুসরাত জাহান? এবার সেই প্রশ্নের জবাব দিলেন প্রেমিক যশ দাশগুপ্ত।
একদিকে যেমন নতুন মায়ের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার ঢল, অন্যদিকে নেটিজেনদের একাংশ নুসরাতের সন্তানের সম্ভাব্য নাম ভাবতে ব্যস্ত। একই সঙ্গে সন্তানের পিতা কে, সেই প্রশ্নের উত্তর জানতে মুখিয়ে আছে অনেকে। তবে হাসপাতালে কলকাতার এই অভিনেত্রীর পাশে ছিলেন যশ। এমনকি ওটিতেও নাকি হবু মায়ের পাশেই ছিলেন এই অভিনেতা। অনেকে ভেবে নিচ্ছেন, হয়তো তার পরিচয়েই বড় হবে নুসরাত পুত্র।
নুসরাতের সন্তানকে নিয়ে যশ জানান, ‘আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না। তবে এটুকু বলতে পারি, এটা ভালো খবর। ভালো আছেন নুসরাত ও তার ছেলে ঈশান।’
যশের মুখ দিয়ে এবারই প্রথম নুসরাতের পুত্রসন্তানের নাম শোনা গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে নুসরাতের পাশাপাশি যশ দাশগুপ্তকেও শুভেচ্ছা জানাচ্ছেন অনেকে। অনেকেই আবার যশের কাছে আবদার করে লিখেছেন, ‘ছবি দেখান, প্লিজ।’
এর আগেও জানা গিয়েছিল, নুসরাত তার ছেলের নাম রেখেছেন ইংরেজি অক্ষর ‘Y’ দিয়ে। অর্থাৎ, এখানেও Yash Dasgupta-র সঙ্গে খানিকটা মিল আছে। নুসরতের পুত্রসন্তানের নাম রাখা হয়েছে ঈশান। ইংরেজিতে যার বানান হবে Yishaan।
২০১৯ সালের জুনে ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তুরস্কে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরাত; পরে ২০২০ সালের নভেম্বর থেকে আলাদা থাকছেন তারা। ২৫ আগস্ট নুসরাতকে হাসপাতালে ভর্তি করার পর থেকে সার্বক্ষণিক তার কাছেই আছেন তার বন্ধু টালিগঞ্জের অভিনেতা যশ দাশগুপ্ত। নুসরাতের সঙ্গে তার প্রেমের সম্পর্ক নিয়ে কলকাতার সংবাদমাধ্যমে বিস্তর আলোচনা হয়েছে গত কয়েক মাসে।