আশাশুনিতে ৪ দিনেও টিকা আসেনি ৩০ জনের পুরনো ২য় ডোজ প্রদান
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলায় ২য় ডোজ করোনা টিকাদান শুরুর ১২ ও ১৩ তম দিনে মাত্র ৩০ জনকে পুরনো ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে। শনি ও রবিবার (২৮ ও ২৯ আগষ্ট) আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কার্যক্রমে পরিচালনা করা হয়।
নতুন টিকা ফুরিয়ে যাওয়ার পর ৪দিন অতিবাহিত হলেও কোন টিকা এসে পৌছেনি। ফলে নতুন করে টিকা পেতে আগ্রহীরা ও নতুন ২য় ডোজের সময় হয়ে যাওয়া ব্যক্তিরা টিকা আসার খবর পেতে অস্থির হয়ে পড়েছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান করা হয়। শনিবার পুরনো (ভারত) ২য় ডোজ টিকা দেওয়া হয়েছে ২০ জনকে এবং রবিবার ১০ জনকে। এনিয়ে ২য় ডোজের টিকা দেওয়া হলো ৫৭৯৪ জনকে।
Please follow and like us: