আশাশুনিতে মৎস্য সপ্তাহে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মাছের পোনা অবমুক্ত
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে আশাশুনিতে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মীত প্রামাণ্যচিত্র প্রদর্শন ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।
আশাশুনি উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ পুকুরে ৫০ কেজি সাদা মাছের পোনা অবমুক্ত করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফল্যগাঁথা তুলে ধরে নির্মীত প্রামাণ্যচিত্র বড়পর্দার মাধ্যমে প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এসময় মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা, সহকারী উপজেলা মৎস্য অফিসার এসএম মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।