ফসলের সাথে এ কেমন শত্রুতা? কৃষকের অর্ধলক্ষ টাকার ক্ষতি সাধন
নিজস্ব প্রতিনিধিঃ
তালার খলিষখালীতে রাতের অঁধারে পনের শতাংশ জমির হলুদ গাছ কেটে অর্ধলক্ষটার ক্ষতি সাধন করেছে একদল দূর্বিত্ত। শনিবার(২৮আগষ্ট) ভোর রাতে খলিষখালীর প্রিস্নিপাল আক্তারুজ্জামান এস এ টি সি কলেজের পাশে ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রতিকার চেয়ে অজ্ঞাতনামা ব্যাক্তিদের রিরুদ্ধে থানা পুলিশের কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী কৃষক জলিল মোড়ল। তবে জমির মালিক উদয় মুখার্জীর দ্বাবী গনেশপুর গ্রামের মৃত ছাকা গাজীর ছেলে আব্দুর রহিম(৫০)সহ তার পরিবারের লোকজন ঘটনাটি ঘটাতে পারে। তিনি আরো জানান, জমিজায়গা কেন্দ্রকরে দীর্ঘদিনের বিবাদ চলে আসছিল তাদের মধ্যে। গত দুই দিন আগে তাকে প্রকাশে আব্দুর রহিম হুমকি দেয় বলে জানান তিনি।
স্থানীয় যুবলীগ নেতা বিপ্লব মুখাজী চাদু জানান, খলিষখালী কলেজের পাশের জমিতে বড় ভাই উদয় মুখাজী দীর্ঘদিনযাবত ফসলাদি চাষ সহ শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছিল । সম্প্রতি পাশের গ্রাম গনেশপুরের মৃত ছাকা গাজীর ছেলে আব্দুর রহিম গাজী ও আজিজ গাজীর সাথে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল আমাদের মধ্যে । এ নিয়ে তারা বিভিন্ন সময়ে আমাদের হুমকি ধামকি দিত। মাস ছয়েক আগে দুই ভাই সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের বাড়িতে দখলের চেষ্টা চালায়। এরপরে থানা পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের হস্তক্ষেপে দখল যঞ্জ থেকে রক্ষা পায় আমাদের পরিবার । কিন্তু বর্তমানে তারা আরো বেপরয়া হয়ে উঠেছে নানা ভাবে হুমকি সহ ক্ষতি সাধনের চেষ্টা করে আসছে তারা আমাদের । গত কাল রাতে এই ফসলের জমির ফসলের ক্ষতি তারাই করতে পারে বলে ধারনা করছি । তিনি আরো জানান, সকালে কলেজ কর্তৃপক্ষ ও থানা পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আসামী সনাক্তের চেষ্টা করছে।অস্পষ্টতার কারনে সেটি ক্লিয়ার করা যায়নি, তবে তাদের চলায় ফেরায় ঐ পরিবারের লোক বলে বোঝা যাচ্ছে।
বিষয়টি নিয়ে অভিযুক্ত আব্দুর রহিমের সাথে কথা বলার চেষ্টা করলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে তার ছোট ভাই আজিজ গাজীর সাথে কথা বললে তিনি জানান,
এই ঘটনায় আমার ভাই কোন ভাবেই জড়িত নয়। গত কাল আমার বড় ভাই বাড়ি থেকে ঢাকায় চলে গেছে। তারা আমাদের মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।
খলিষখালী ক্যাম্প ইনচার্জ( এস, আই) নূর হোসেন খান জানান, এ বিষয় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে । বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানান হবে।
Please follow and like us: