কাবুল বিমানবন্দরে হামলায় নিহত বেড়ে ১৭৫
আন্তর্জাতিক ডেস্ক :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার লইস্কা বিলে বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকাডুবির ঘটনায় সেই ঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
শনিবার সকাল থেকেই এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিজয়নগরের ইউএনও রাবেয়া আফসার সায়মা।
ইউএনওবলেন, আমরা আপাতত নৌকা চলাচল বন্ধ রেখেছি। পরিস্থিতি বিবেচনায় আবার চালু করা হবে।
এর আগে, শুক্রবার বিকেলে লইস্কা বিলে বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডূবে যায়। ওই ঘটনায় নারী-শিশুসহ ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত বাড়ার আশঙ্কায় উদ্ধার অভিযান এখনো অব্যাহত রেখেছে প্রশাসন।
Please follow and like us: