আশাশুনির মাড়িয়ালা বাজারে দুঃসাহসিক চুরি
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মোড়ে জুই কমম্পিউটার এন্ড ইলক্ট্রনিক্স-এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিনে দুপুরে এ চুরির ঘটনা ঘটে।
জুই কমম্পিউটার স্বত্বাধিকারী জয়নাল আবেদিন জানান, প্রতিদিনের ন্যায় শুক্রবার দুপুরে তিনি তার দোকান বন্ধ করে বাড়িতে যান। বিকালে ফিরে দোকানের শার্টার খুলে দেখেন পিছনের দেওয়াল ভেঙে চোরেরা দোকানে প্রবেশ করে মালামাল চুরি করে নিয়ে গেছে। চোরেরা দোকান থেকে নতুন মোবাইল ফোন, মূল্যবান ক্যামেরাসহ সবকিছু এলোমেলো করা, তবে ২টি স্মার্টফোনটি লাপাত্তা। ফোনের আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা। দোকানের সিসি টিভি ফুটেজে দেখা যাচ্ছে, একজন চোর ভিতরে চোর ঢুকেছে এবং পরিধানের লুঙ্গি খুলে মাথাসহ মুখ ঢেকে মালামাল নিচ্ছে।
আশাশুনি থানার সাব ইন্সেপেক্টর সেলিম হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেছেন। চুরি হওয়া মালের তালিকা করে তথ্য প্রযুক্তির সাহায্যে চোরাই মাল উদ্ধার ও চোর শনাক্তের চেষ্টা করবেন বলে তিনি জানান।