আশাশুনিতে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে আশাশুনিতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ আগষ্ট) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উদযাপন কমিটি আশাশুনির বাস্তবায়নে সভায় সভাপতিত্ব করেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। সহকারী উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমানের স ালনায় সভায় মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহা, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম আল ফারুক, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসানসহ প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ অংশ নেন।
মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক সভায় জানান, রবিবার উপজেলার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের শুভ উদ্বোধন করা হবে। এরপর মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মীত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোমবার প্রান্তিক মৎস্যচাষীদের নিয়ে মতবিনিময় সভা, মঙ্গলবার মাছ চাষ বিষয়ক বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, বুধবার মাছ চাষ বিষয়ে বিশেষ পরামর্শ প্রদান, মাটি ও পানি পরীক্ষা ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ, বৃহস্পতিবার সুফলভোগিদের বিশেষ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং শুক্রবার সামপনী দিনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে।