শ্যামনগরের কৈখালীতে কবর থেকে লাশ উঠিয়ে কাফনের কাপড় চুরি
আশিকুজ্জামান লিমনঃ
শ্যামনগরের কৈখালীতে কবর থেকে লাশ উঠিয়ে কাফনের কাপড় কেটে চুরি ৷ উপজেলার কৈখালী ইউনিয়নের নিদয়া গ্রামের খোরশেদ সরদার কন্যা তানজিলা খাতুন মুন্নি (১৪) ৷ দীর্ঘ ৩ বছর যাবৎ ব্রেস্টে ক্যান্সার রোগে আক্রান্ত হয় চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ২৬ আগস্ট ২০২১ তারিখে মৃত্যুবরন করে ৷ মৃত্যুর পর যহরের নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় ৷ গত ২৭ শে আগস্ট ২০২১ তারিখ সকালে স্থানীয়রা তানজিলার কবর খোড়া এবং তার লাশ বাইরে বের করা দেখতে পায় ৷ পরে স্থানীয় মসজিদের এক ইমামের মাধ্যমে তার লাশ পুনরায় দাফন সম্পন্ন করেন ৷ এই নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷
https://www.facebook.com/DainikSatkhira71/videos/408551587282444
তবে স্থানীয় সূত্রে জানাগেছে যে, তানজিলার মা সফুরা বেগম একুই এলাকার সুরত আলীর পুত্র আমজাদ আলীর হাত ধরে ভারতে পাড়ি দেয় ৷ ভারতে দীর্ঘ ৯ মাস কাটানোর পরে মেয়ে তানজিলার শাররীক অবস্থার কথা জানতে পেরে বাংলাদেশে চলে আসে ৷ পরে আমজাদের সম্পর্ক ছিন্ন করে প্রথম স্বামী খোরশেদের সংসারের চলে আসে ৷ তারপর থেকে আমজাদ বিভিন্ন ভাবে সফুরাকে হয়রানি করে আসছে ৷
এ বিষয় সফুরা বেগম বলেন, আমজাদ আলীই কবর থেকে আমার মেয়ের লাশ তুলে কাফনের কাপড় কেটে নিয়ে যেতে পারে ৷ এলাকাবাসীরা মন্তব্য করেন, আমজাদ সফুরাকে পাওয়ার আশায় কুফুরী তাবিজ করার জন্য এমন ঘটনা ঘটিয়েছে ৷
আমজাদ আলীর সাথে যোগাযোগ করতে গেলে তার ফোনটি বন্ধ ছিলো ৷
এমন খবর পেয়ে শ্যামনগর থানার সেকেন্ড অফিসার মোঃ খবির উদ্দিন ঘটনার তদন্তের জন্য খতিয়ে দেখেন ৷
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ ওহেদ মুরর্শিদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ৷
Please follow and like us: