কেশবপুরে সমাধানের আয়োজনে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
কেশবপুর প্রতিনিধি ॥
যশোরের কেশবপুর উপজেলার সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে সমাধান সংস্থার উদ্যোগে পল্লী কর্ম-সংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাংকন, হামন-নাথ প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল ২৫ আগস্ট বিকালে অনুষ্ঠিত হয়েছে।
পাঁজিয়া ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মাওঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে ও সমাধানের সিনিয়র ম্যানেজার রোম্য উপস্থাপক কবি মুনছুর আলীর স লনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, রাজনগর বিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, সাতাইশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ ও মুক্তিযোদ্ধা অলোক দে।