ডুমুরিয়ার আলোচিত নজরুল হত্যা মামলার ৩ আসামী আত্মসমর্পণ
আব্দুর রশিদ বাচ্চু, খুলনা:
খুলনার ডুমুরিয়ায় আলোচিত নজরুল হত্যা মামলার মূল কিলারসহ ৩ আসামী আদালতে আত্মসমর্পণ করেছে। সোমবার (২৩ আগষ্ট ২১) দুপুরে খুলনা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হত্যাকারী ৩ আসামী আত্মসমর্পণ করেছে। বিষয়টি মামলা তদন্তকারী কর্মকর্তা মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের উপ পরিদর্শক (এসআই) হাবিবুল্লাহ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
আত্মসমর্পণকারী আসামীরা হলেন মাগুরাঘোনা ইউনিয়নের হোগলাডাঙ্গা গ্রামের মোঃ আশরাফ শেখের পুত্র মোঃ রিপন শেখ (২৫), ছোট পুত্র মোঃ মামুন শেখ (১৮) ও স্ত্রী মোছাঃ হালিমা বেগম (৪৫)। আলোচিত এই হত্যাকান্ডের ২ নং আসামীকে মোঃ ইমন শেখ (২২) কে ৩ দিনের মাতায় গত ৭ জুলাই রাতে যশোর জেলার মনিরামপুর উপজেলা এলাকা হতে ডুমুরিয়ান থানা পুলিশ গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরন করে। এবং ২০ দিন পর পলাতক ৩ আসামী আদালতে আত্মসমর্পণ করেন। উল্লেখ্য, গত (৩ আগষ্ট) বিকালে একটি শিরিস গাছের ডালকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ ঘটে। এ ঘটনায় নজরুল ও তার মেয়ে বেদম মারপিট করে রক্তাক্ত অবস্হায় ফেলে খুনিরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনা স্হলে স্থানীয় লোকজন ও মাগুরাঘোনা পুলিশ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে এসে আহতদেরকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় নজরুল ইসলামের মৃত্যু হয়। খবর পেয়ে খুলনা জেলা পুলিশের সহকারি সার্কেল বি এসএম রাজু আহম্মেদ, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। আজ আলোচিত এই হত্যা কান্ডের ২০ দিন পর সকল আসামী আদালতে আত্মসমর্পণ করেন।