জি.এম সৈকতের মাধ্যমে একুশ বছর আগে হারিয়ে যাওয়া রোকসানা তার পরিবারকে খুঁজে পেলো
বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বদনিয়াভাঙ্গা গ্রামের রোকসানা পারভীন মাত্র পাঁচ বছর বয়সে তার বাবার কাজের সুবাদে ভারতের দিল্লি থেকে হারিয়ে যান।তখন তার বয়স মাত্র সাত বছর।রোকসানা শিশু পাঁচারকারীদের হাতে পরেন এবং শারীরিক নির্যাতনের শিকারও হয়।সেখান থেকে ভাগ্যক্রমে পালিয়ে যান।এক পালিত বাবা মায়ের কাছে বড় হয় রোকসানা। দীর্ঘ একুশ বছর পর সাতক্ষীরার কৃতি সন্তান, মানবতার কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকতের সহযোগিতায় প্রকৃতি নিউজের মাধ্যমে রোকসানার একটি ভিডিও বার্তা প্রচার করলে পরবর্তীতে রোকসানার পরিবারের সন্ধান পাওয়া যায়। গতকাল দিল্লিতে রোকাসাকে তার পরিবারের সাথে মিলিয়ে দেন সৈকত।
আপন পরিবারকে পেয়ে আনন্দে কেঁদে উঠেন সকলে। এবং জি.এম সৈকত ও প্রকৃতি নিউজকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রোকসানা ও তার পরিবার।