করোনায় কমলো নতুন রোগীর সংখ্যা, একদিনে মৃত্যু ১১৪
ডেক্স নিউজ:
দেশে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যার নিম্নমুখী গতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১১৪ জনের। একইসময়ে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন চার হাজার ৯৬৬ জন।
এনিয়ে এখন পর্যন্ত দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৬২৭ জন। একইভাবে দেশে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জন।
বুধবার (২৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এদিন অ্যান্টিজেনসহ মোট ৩৩ হাজার ৬৪০টি নমুনা পরীক্ষা হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ১৪ দশমিক ৭৬। অদ্যবধি শানাক্তের হার ১৬ দশমিক ৮৮।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন সাত হাজার ৮০৮ জন এবং এখন পর্যন্ত ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন সুস্থ হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৫২ জন নারী। এপর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৮ জন এবং নারী ৮ হাজার ৯১৯ জন।
২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৯২ জন, বেসরকারি হাসপাতালে মারা গেছেন ১৫ জন এবং বাসায় মারা গেছেন সাত জন।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৩৪ জন রয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১৩, খুলনায় ১৩, বরিশালে চার , সিলেটে ৯, রংপুরে ছয় ও ময়মনসিংহে ছয় জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের মধ্যে দুইজন, ৮১ থেকে ৯০ বছরের তিন, ৭১ থেকে ৮০ বছরের ২৫, ৬১ থেকে ৭০ বছরের ৪০, ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের পাঁচ, ২১ থেকে ৩০ বছরের দুইজন রয়েছেন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।