পাটকেলঘাটায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা
পাটকেলঘাটা প্রতিনিধি:
পাটকেলঘাটায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন ফার্মেসীতে অভিযান চালিয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ২০ হাজার জরিমানা আদায় করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর খুলনার সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব সাতক্ষীরা) সিকদার শাহীনুর আলম। মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন ঔষধের দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বাজারের মিতালী ড্রাগহাউজে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ ্এর বিধান মতে ১০ হাজার টাকা, একই অভিযোগের ভিত্তিতে সালেহা ফার্মেসী ও আদি পঞ্চানন ফার্মেসীকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
এ সময় ভোক্তা অধিকার জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোকলেছুর রহমান উপস্থিত ছিলেন। এ সময় সকলকে ভোক্তা অধিকার আইন মেনে ব্যবসা বানিজ্য পরিচালনা করার নির্দেশনা সম্বলিত লিফলেট ও বিতরণ করেন।