সাতক্ষীরায় পুলিশের অভিযানে ১৬ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
সাতক্ষীরা সদর থানা পুলিশ এবার চুরি ঠেকাতে মাঠে নেমেছে। চুরির সাথে জড়িত তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারে চালাচ্ছে চিরুনী অভিযান। ইতোমধ্যে পুলিশ সদর উপজেলার ১৬জনকে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, পিপিএম (বার) এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: সজিব খাঁনের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হচ্ছে। সদর থানা এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে পুলিশ ২১ আগস্ট বিভিন্ন এলাকা হতে ১৬ জনকে আটক করে। আটককৃতরা হলো-সদরের নুনগোলা গ্রামের মহব্বতের ছেলে শহিদুল, রামচন্দ্রপুর গ্রামের ছদরউদ্দীনের ছেলে মহিদুল, ধুলিহরের সাজ্জাদের ছেলে ইব্রাহীম, রসুলপুরের নাজমুলের ছেলে আশরাফুল নলকুড়ার নূরউদ্দীনের ছেলে বিলাল, ধুলিহলের ইসহাকের ছেলে শামীম সানা, ইন্দ্রিরার সুজার ছেলে হবিবার, একই গ্রামের আবু বক্কারের ছেলে জামসেদ, আবাদের হাটের শফিকুলের ছেলে সাগর, ভোমরার আনছারের ছেলে মনিরুল, ইটাগাছার মোস্তফার ছেলে দিপু, আমিনুরের ছেলে রবিউল, কুকরালির ছলেমানের ছেলে বিলাল, সুলতানপুরের নুরুল শেখের ছেলে আসাদুল, পুরাতন সাতক্ষীরার জাহিদুলের ছেলে রিপন, ধুলিহরের গোলাম রহমানের ছেলে রবিউল ইসলাম ও কালেরডাঙার হযরতের ছেলে হামজার আলী। এ সময় গ্রেপ্তারকৃতদের নিকট হতে বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।