সাতক্ষীরায় নছিমনের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালো অর্পিতা
ডেস্ক রিপোর্টঃ
অবৈধ পরিবহন নছিমনের চাকায় পিষ্ট প্রাণ হারিয়েছে তৃতীয় শ্রেণির ছাত্রী অর্পিতা রানি (৮)। নিহত অর্পিতা রানির বাবার নাম মহাদেব ঘোষ। সে ছনকা ঘোষপড়া গ্রামের বাসিন্দা ও ছনকা বাজারের মুদি দোকানী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার সময় ছনকা বাজারের মহিবুলের ফার্ম্মেসী দোকানের সামনে রাস্তার উপর।
প্রত্যক্ষদর্শী ছনকা গ্রামের বাসিন্দা ফরিদা বেগম, বাজারের দোকানী হোসেন আলী, ছনকা গ্রামের আরশাদ আলী মোল্লা জানান, অর্পিতা রানি ছনকা ঋশিল্পি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। সে প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ছনকা বাজারের মহিবুলের ঔষধের দোকানের সামনে রাস্তা পার হওয়ার সময় পিছনের দিক থেকে ছনকা ঘোষপাড়া গ্রামের মৃত রাধাপদ বৈদ্যর ছেলে পবিত্র মোহনের কাঠ বোঝাই নছিমন পিঠের উপর দিয়ে চলে যায়। তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশু অর্পিতার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।