সাতক্ষীরায় র্যাবের অভিযানে পাতার বিড়ি ও গাঁজাসহ ২ জন গ্রেফতার
ডেস্ক রিপোর্টঃ
সাতক্ষীরা সদরের আগড়দাড়ি ও কালিগঞ্জের উজয়মারী এলাকায় র্যাবের পৃথক অভিযানে এক লাখ ৬০ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি এবং এক কেজি গাঁজাসহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এবং বুধবার রাত ৮টার দিকে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা পৃথক এই অভিযান পরিচালনা করে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কালিগঞ্জ থানাধীন উজয়মারি গ্রামের জনৈক কাওসার আলী গাজীর বসত বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ঐ গ্রামের মৃত. শামছুর রহমানের ছেলে মোঃ আব্দুস সাত্তার গাজী (৫০) কে গ্রেফতার করা হয়।
এ সময় তার হেফাজত থেকে ৮ হাজার প্যাকেটে ১ লাখ ৬০ হাজার ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। মামলা নং-২৪, তারিখ ১৯/০৮/২০২১ ইং, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)(২) ধারায়।
এদিকে বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে র্যাব সদস্যরা সাতক্ষীরা সদরের ছয়ঘরিয়া মোড়ের আগড়দাড়ি হতে বাউলিয়া বাজারস্থ জনৈক নূরুল ইসলাম এর বাড়ি সংলগ্ন পাকা রাস্তার উপর অভিযান চালায়। এ সময় যশোরের বেনাপোল পোর্ট থানার পোড়াবাড়ি নায়নপুর গ্রামের মৃত. সাকের গাজীর ছেলে আব্দুল জলিল (২৫) কে গ্রেফতার করা হয়।
তার কাছ থেকে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারনী ১৯(ক) ধারায় মামলা হয়েছে।