তালায় অনিতার ভাঙ্গা ঘর গণমাধ্যমে প্রকাশ হওয়ার পর নগদ টাকা ও টিন তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা!

জহর হাসান সাগরঃ
অনিতার দুঃখে এতদিনে জনপ্রতিনিধিদের মন গলেনি। তবে খবরটি নজরে আসার পর মন গলেছে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার। বৃহস্পতিবার (১৯ আগষ্ট) সকাল সাড়ে ১১টায় জরুরী সরকারি সহায়তা নিয়ে অনিতার বাড়িতে হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান। এ সময় তিনি অনিতার হাতে ভাঙা ঘরটি মেরামতের জন্য নগদ টাকা ও টিন তুলে দেন।
অনিতা দেবনাথ সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের জেয়ালানলতা গ্রামের মৃত. সুকুমার দেবনাথ মনুর স্ত্রী। আম্ফান ঝড়ে স্বামী সুকুমার দেবনাথ মনুর রেখে যাওয়া শেষ সম্বল ঘরটি ভেঙে যায়। এক বছর ধরে অর্থাভাবে সেটি মেরামত করতে পারেননি হতদরিদ্র এই বৃদ্ধা।
ঝড়ের মধ্যে বৃষ্টিতে ভিজে মানবেতর জীবনযাপন করছিলেন তিনি।। ঘটনাটি দৃষ্টিতে আসার পরও খাদ্য বা কোন সহায়তা করেনি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বর। অনিতা দেবনাথ অভিযোগ করেন, টাকা দিতে না পারায় সরকারি নতুন ঘর পাননি তিনি।
ঘটনাটি নিয়ে বুধবার (১৮ আগষ্ট) সংবাদ প্রকাশ হলে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিতে আসার পর তাৎক্ষনিক ব্যবস্থা নেন তিনি।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান তার বাড়িতে হাজির হওয়ার পর কান্নায় ভেঙে পড়েন অনিতা দেবনাথ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বৃদ্ধাকে শান্তনা দিয়ে নগদ অর্থ সহায়তা করেন ও ঘর মেরামতের টিন তুলে দেন তার হাতে।
সহায়তা পাওয়ার পর অনিতা দেবনাথ বলেন, আমার কিছুই নেই। বাড়িতে রান্না করে কি খাবো সেই ব্যবস্থাও ছিল না। ইউএনও স্যার এসে সহযোগিতা করেলেন। আমার ভাইয়ের মত কাজ করেছেন। আমি খুব খুশি হয়েছি। তার জন্য দোয়া করবো।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিফ-উল-হাসান বলেন, বৃদ্ধ মহিলাটি সত্যিই খুব অমানবিক অবস্থায় রয়েছেন। বিষয়টি এতদিনে আমাকে কেউ জানায়নি এটা খুব দুঃখজনক। প্রশাসন সব সময় এমন প্রকৃত অসহায় মানুষদের খুঁজে খুঁজে প্রধানমন্ত্রীর সহায়তা উপহার তুলে দেয়। সংবাদটি দেখার পর তাৎক্ষনিকভাবে এই বৃদ্ধ মানুষটির প্রধানমন্ত্রীর জমি আছে ঘর নেই আশ্রয়ন প্রকল্পের আওতায় একটি নতুন ঘর তৈরী করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
তিনি বলেন, বর্তমানে ভাঙা ঘরটি প্রাথমিকভাবে মেরামত করে থাকার জন্য টিন ও নগদ সহায়তা তার হাতে তুলে দিয়েছি। এছাড়া সামাজিক সুরক্ষার জন্য সরকারের যে সকল কার্যক্রম রয়েছে তারমধ্যেও তাকে সুবিধাভোগী করা হবে।
এ সময় তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়েদুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের হিসাব সহকারি মো.মনিরুজ্জামান, ঢাকাপোস্টের প্রতিনিধি আকরামুল ইসলাম, স্থানীয় সাংবাদিক সোহাগ হোসেন, জহর হাসান  সাগর সহ স্থানীয় রবিউল ইসলাম, ও গ্রামবাসী  উপস্থিত ছিলেন।
Please follow and like us:
fb-share-icon
Tweet 20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Social media & sharing icons powered by UltimatelySocial
error

Enjoy this blog? Please spread the word :)