শ্রীউলায় বেড়ীবাঁধে বটবৃক্ষ রোপন
জি এম মুজিবুর রহমান, আশাশুনি :
আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে বেড়ীবাঁধের উপর বটবৃক্ষ রোপন করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) সকালে হাজরাখালি বেড়ীবাঁধের উপর এ বৃক্ষ রোপন করা হয়। শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বটবৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন।
বৃক্ষরোপনকালে তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারাদেশের মানুষকে গাছ লাগানোর জন্য সব সময় উদ্বুদ্ধ করে আসছেন। তারই ধারাবাহিকতায় আমি শ্রীউলা ইউনিয়নবাসীকে স্ব-স্ব এলাকায় বৃক্ষরোপন কাজে মনোযোগী হওয়ার জন্য আহবান জানান। তিনি বলেন আমি নিজস্ব অর্থায়নে এলাকার কথা বিবেচনা করে ও মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী শুরু করেছি। তিনি ইউনিয়নের সকল পরিবারকে বাড়ির আঙ্গিনায় কমপক্ষে ৩টি করে গাছ লাগানোর আহবান জানান। এসময় ইউপি সদস্য ইয়াছিন আলি ও মহিলা মেম্বার তহমিনা জোয়াদ্দার, এডমিন অফিসার ইজাজ আহমেদ রুমিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।