ভারতে ৩৫ হাজার ছাড়াল দৈনিক সংক্রমণ, বেড়েছে মৃত্যু
অনলাইন ডেস্ক :
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাস্তানাবুদ ভারতে ফের বেড়েছে দৈনিক সংক্রমণ ও মৃত্যু। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪০ জনের।
এর আগে মঙ্গলবার ২৫ হাজার ১৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন, যা ছিল ১৫৪ দিনের মধ্যে সর্বনিম্ন। কিন্তু এর একদিন পরই ফের ১০ হাজারের মতো বাড়ল দৈনিক সংক্রমণ।
মঙ্গলবারের চেয়ে মৃত্যুও বেড়েছে। মঙ্গলবার মৃত্যু হয়েছিল ৪৩৭ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪০ জনের।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল তিন কোটি ২২ লাখ ৮৪ হাজার, আর মৃত্যু হয়েছে চার লাখ ৩২ হাজার ৫১৯ জন।
গত মার্চের মাঝামাঝি ভারতে একদিনে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজারের কাছাকাছি। তার পর দেশটিতে সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ে।
গত ৭ মে ভারতে একদিনে সর্বোচ্চ চার লাখ ১৪ হাজারের বেশি রোগী শনাক্তের তথ্য জানানো হয়। ভারত থেকে ছড়িয়ে পড়া করোনার অতিসংক্রামক ডেল্টা ধরন-এর পেছনে ভূমিকা রেখেছে।
চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে এ পর্যন্ত ২০ কোটি ৯৩ লাখ ৮৩ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। অন্যদিকে মৃত্যু হয়েছে ৪৩ লাখ ৯৪ হাজার ৭৮৪ জনের।